মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলায় ভোলা জেলা প্রশাসনের বিশেষ অভিযানে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে একটি লঞ্চ, অবৈধভাবে যাত্রী পারাপারের দায়ে দুটি বাল্কহেড এবং একটি স্পিডবোটকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোলা জেলা প্রশাসনের কার্যালয় সুত্রে জানা গেছে,৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামানের নির্দেশে ভোলা জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইন এর তত্ত্বাবধায়নে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমতউল্লাহ।
অভিযানকালে নির্ধারিত আসনের চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ ক্রিস্টাল ক্রুজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা পণ্যবাহী দুটি বাল্কহেডে অবৈধভাবে যাত্রী পারাপারের দায়ে মোট ৪০ হাজার টাকা ও একটি স্পিডবোটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ভোলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান বলেন,ঈদে ঘরমুখো মানুষের নৌপথে চলাচলে যাতে কোন প্রকার কষ্ট বা হয়রানী না হয় এর জন্য ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে,তারই ধারাবাহিকতায় প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে,তিনি আরো বলেন,জনস্বার্থে
এ অভিযান অব্যাহত থাকবে।