নিজস্ব প্রতিবেদকঃ ৯ নং গোয়ালেরচর ইউপি বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেছেন,ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাঝেই প্রকৃত সুখ আপনারা সবাই ভালো ও নিরাপদে থাকবেন, ঈদ মোবারক।এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর এসেছে। ঈদ-উল-ফিতর আমাদের মধ্যে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি।’
মহান স্রষ্টা নির্দেশিত আত্মশুদ্ধি ও আত্মসংযমের অভিনব অপরিহার্য ইবাদত পবিত্র রমজান শেষে সর্বজনীন ঈদ উৎসব নিরন্তর আনন্দের চিত্তাকর্ষক উপহার। এ ঈদকে ঘিরে সামগ্রিক অর্থে সব পণ্যসামগ্রী, পোশাক-পরিচ্ছদ, আধুনিক ও ঐতিহ্যিক সাজসজ্জা, বিনোদন, নবতর মনোহারি আঙ্গিকে সাজানোর অন্তঃকরণ প্রতিযোগিতার প্রস্তুতি চলে বছরব্যাপী।
সজীব প্রতীক্ষায় প্রহর গুনে সব ব্যবসায়ী, ধনী-গরিব ক্রেতা-বিক্রেতা, বেতার-টিভি-চলচ্চিত্রসহ বিভিন্ন জমকালো অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ও সম্প্রচার কেন্দ্র। নামাজ, ইফতার, সেহরি, পবিত্র কুরআন পাঠ, জাকাত প্রদান, নতুন কাপড় কেনা ও পরিধান করা, উপহার বিতরণ ও বিনিময় প্রভৃতি সম্পন্ন করে মহান স্রষ্টার সন্তুষ্টিতে নিজেকে বিলীন করার মাধ্যমে প্রায় সপ্তাহব্যাপী উদযাপনে ঈদুলফিতরের মহৎ উদ্দেশ্য জাগরিত থাকে।সম্প্রীতি-সৌহার্দ-বন্ধুত্বের চিত্ত-বৈজয়িক উপযোজনে সার্থক হয়ে উঠে ঈদের এ আনন্দ উৎসব।
বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রধান অনুষঙ্গ নানা মাত্রিকতায় সমাজ বিবর্তনের সাম্প্রতিককালে এ উৎসব শুধু ধার্মিকতায় নয়, ধর্ম-দলমতনির্বিশেষে এক অসাম্প্রদায়িক সংস্কৃতির বাহন হিসাবে বিকশিত। মূলত মাহে রমজানের শাশ্বত শিক্ষা ও অনুশীলন ন্যায়পরায়ণতা, নৈতিকতা, ত্যাগ-সংযম প্রভৃতি বিশ্বজনীনতা ও মানবিকতার নান্দনিক বৈভাষিক রূপকল্প।