জাকির হোসেন সুমন,ব্যাুরো প্রধান ইউরোপঃ ইতালি প্রবাসী বাংলাদেশী সহ ধর্ম প্রান মুসলিমরা ৩০ দিন সিয়াম সাধনার পর ঈদের নামাজ আদায় করেছে। রাজধানী রোম শহরে প্রধান ঈদের জামাতে নামাজ আদায় করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মনিরুল ইসলাম সহ কমিউনিটি নেতৃবৃন্দ । এছাড়াও ইতালির বিভিন্ন শহরে আয়োজন করা হয় একাধিক ঈদের জামাত। রাজধানী রোম , ভেনিস, মিলান, জেনোভা, মনফালকুনে , নাপলি, ত্রেভিজো, পাদোভা , বলোনিয়া সহ বিভিন্ন শহরে বাংলাদপশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা ঈদের জামাতে অংশনেন। বিভিন্ন শহরে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য জামাতে নামাজ আদায়ের ব্যাবস্তা করা হয়। ইতালির ভেনিস ও মারঘেরা এলাকায় বেশ কয়েকটি ঈদের নামাজের আয়োজন করা হয়। মেস্রের পার্কো পিরাগেত্ত তে খোলা মাঠে বৈরী আবহাওয়া সত্বেও মুসল্লীরা পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে নামাজ আদায় করেন। কাজের স্হান থেকে ছুটি না পাওয়ায় অনেক বাংলাদেশি ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারেনি, আবার অনেকেই নাজাজ আদায় শেষে কর্মস্থলে যোগদিতে চলে যান। অনেকেই পরিবাদের সদস্যদের ছাড়া প্রবাসে একাকি ঈদ করায় দুঃখ প্রকাশ করেন। তার পরেও ঈদ বয়ে আনবে আনন্দ , পরিবারের সদস্যদের কাছে না পেলেও পাশাপাশি বসবাসরত পরিচিত ও অপরিচিত দের সাথে কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করতে দেখা যায় প্রবাসী বাংলাদেশীদের। প্রবাসে থেকে দেশের সবাই কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশী সহ সংবাদ সংগ্রহ করতে আগত ইতালিয়ান সাংবাদিকেরা।