এস এম মাসুদ রানা,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ পর্যন্ত মোট ১৩ জন প্রার্থী অনলাইনে ও হার্ড কপি মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন।
এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন আবেদন করেছেন।
সহকারী রিটার্নিং অফিসার নির্বাচন অফিসার জোবায়ের আহম্মেদ বলেন, আজ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ চেয়ারম্যান পদে আলহাজ্ব হাফেজ মো: মতিউর রহমান, আলহাজ্ব পারভেজ কবীর, ড. মোহাদ্দিস এনামুল হক,
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোঃ আতাউর রহমান, মোঃ মেসবাউল ইসলাম মন্ডল, মোঃ আব্দুল হাই, খোরশেদ আলম, মোঃ সাহেদ আলী সরকার, মোঃ মোস্তফা কামাল এবং
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উম্মে কুলসুম বানু, মোছাঃ আমেনা বেগম, মোছাঃ রেবেকা সুলতানা, মোছাঃ খাতিজা বেগম ইতি জমা দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল।