শেখ মারুফ হোসেন,সাতক্ষীরা,কালীগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম ধাপের নির্বাচন আগামী ৮ ই মে বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২৩ এপ্রিল মঙ্গলবার ১১ টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ হয়।
কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ কুমার গায়েন এ প্রতিনিধি কে জানান ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম ধাপে নির্বাচন কালিগঞ্জ উপজেলা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। ইতি মধ্যে ১১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দের কাজ সমাপ্ত হয়েছে। তার মধ্যে উপজেলা প্রার্থী দুইজন।।সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সাঈদ মেহেদী ঘোড়া প্রতীক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার প্রায়ত আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামানের বড় পুত্র ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন প্রতীক আনারস। পুরুষ ভাইচ চেয়ারম্যান বাম থেকে কাজী মোফাখ্যারুল আলম নিলু চশমা প্রতীক, শেখ ইকবাল আলম বাবলু বই, কাজী আব্দুস সালাম উড়োজাহাজ,বকুল বিশ্বাস টিয়া পাখি। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান বাম থেকে দিপালী রানী বল প্রতীক, শ্যামলী রানী অধিকারী পদ্মফুল প্রতীক,সুরা আফরোজ সুমি কলস প্রতীক,ফারজানা শওকত আফি হাঁস প্রতীক।
প্রার্থী তাদের প্রতীক নিয়ে উপজেলার বারটি ইউনিয়নের এক প্রান্ত থেকে অপরপ্রান্ত উল্কার মতো ছুটে বেড়াচ্ছেন ভোটারদের কাছে। ইতিমধ্যে প্রচার-প্রসারণার কাজ ও প্রার্থীরা শুরু করছেন।গণসংযোগ এর মাধ্যমে কাটাচ্ছেন নির্ঘুম রাত। তাঁদের প্রত্যেকের একটি লক্ষ্য কে ধরতে পারে এই সোনার হরিণ তিনটি।সব হিসাব নিকাশের বিরম্বনার ইতি ঘটবে ৮ই মে বুধবার ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম ধাপের জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে।