এম এস সজীবঃ বরগুনা সদরের জেলখানা চৌমুহনী বাজার সংলগ্ন দ্বীনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সোনালী স্বপ্ন যুব সংসদ এর উদ্যোগে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রত্যাশায় ইস্তিসকার (সালাতুল ইস্তিসকার) নামাজ আদায় করা হয়েছে। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে অঝোরে কেঁদেছেন ইমাম ও মুসল্লিরা।
২৮ এপ্রিল রবিবার সকাল ৭টায় খোলা আকাশের নিচে নামাজ আদায় করেন স্থানীয়রা। আয়োজকরা জানান, আল্লাহর শরণাপন্ন হলে তিনি বিপদ-আপদ, দুঃখ-কষ্ট, বালা-মুসিবত অবশ্যই দূর করে দেন। দুনিয়ায় আল্লাহর অজস্র কুদরত ও নিদর্শনের মধ্যে এটি এক বিশেষ নিদর্শন। বৃষ্টি পরিবেশের ভারসাম্য রক্ষা করে ও জমির উর্বরতা বৃদ্ধি করে। বৃষ্টি আল্লাহর খাস রহমতের নিদর্শন। তাই এর আশায় ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়।
বৃষ্টি প্রার্থনা করে বিশেষ এই সালাতের ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন বরগুনার গুদীকাটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হযরত মাওলানা মো. ইয়াকুব। এ সময় তিনি দেশবাসী ও বিশ্ববাসীর পাপের ক্ষমা প্রার্থনা করে দোয়া পরিচালনা করেন।