বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, দেশের মানুষ সহজসরল। তারা অফিসগুলোতে কাজকরতে এসে তৃতীয় পক্ষের মাধ্যেমে যায় এবং প্রতারণার শিকার হয়। এছাড়া অফিসের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কিছু কর্মকর্তারা দুর্নীতির সাথে জড়ায় এবং অনেক সময় কর্মকর্তারাও জড়ায়। আমরা এ সম্পর্কে সজাগ দৃষ্টি রাখছি। তবে এর প্রমাণ পেলে আমরা বরখাস্ত করা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
তিনি আজ রবিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিস পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এসময় মন্ত্রী ভূমি সংক্রান্ত বিষয়ে গঠনমূলক সমালোচনা করতে সাংবাদিকদের আহ্বান জানান ।
এসময় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ, দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসের জোনাল কর্মকর্তা সামসুল আজম, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের সহকারী কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।