মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন। এই তাপপ্রবাহে পথচারী ও বিভিন্ন যানবাহন চালকদের কিছুটা হলেও স্বস্তি দিতে ভোলার লালমোহন উপজেলায় ঠান্ডা লেবুর শরবত পান করিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার সকালে ‘ব্লাড ডোনেশন ইউনিটি (বিডিইউ)’ নামের ওই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পৌরশহরের চৌরাস্তার মোড়ে অন্তত সাতশত জনকে এ লেবুর শরবত পান করানো হয়।
সংগঠনের সভাপতি মো. জাহিদ হোসেন জানান, বর্তমানে তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষজন। এই দাবদাহে মানুষজনকে কিছুটা হলেও স্বস্তি দিতে আমাদের সংগঠনের পক্ষ থেকে ঠান্ডা লেবুর শরবত পান করানোর উদ্যোগ নিই। এরই ধারাবাহিকতায় সংগঠনের ১০জন স্বেচ্ছাসেবী মিলে সাতশত জন মানুষের মাঝে ঠান্ডা লেবুর শরবত বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি।
তিনি আরো জানান, সমাজে মানবিক কর্মকাণ্ড ও মানুষের বিপদের মুহূর্তে রক্তদান এবং সংগ্রহ করে দেওয়ার লক্ষ্যে ২০২২ সালে ‘ব্লাড ডোনেশন ইউনিটি (বিডিইউ)’ প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে আমাদের সংগঠনে ৩০জন স্বেচ্ছাসেবী রয়েছেন। আমাদের প্রধান কার্যালয় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার এলাকায় হলেও আমরা লালমোহনের বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনা করি। তবে সংগঠনের পক্ষ থেকে রক্তদান এবং সংগ্রহ করে দেওয়ার কাজ করা হয় সারাদেশ ব্যাপী।