ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সম্প্রতি গত ৮ মে বুধবার উৎসব মুখর পরিবেশে শান্তপূর্ণ ভাবে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজলো পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজলো পরষিদ নির্বাচনে উপজলো চেয়ারম্যান পদে আলহাজ্ব সফিকুল ইসলাম (আনারস প্রতীক ৬৩ হাজার ৭৬২ ভোট পেয়েছে। তাঁর নিকটতম প্রতদ্বিন্দ্বী মোহাম্মদ আলী (মোটর সাইকলে) ১২ হাজার ৬২ প্রাপ্ত ভোট পেয়েছেন। মোট ৫১ হাজার ৭০০ ভোটের ব্যবধানে আলহাজ্ব সফিকুল ইসলাম বিজয় হয়েছেন, আলহাজ্ব মোহাম্মদ আলীকে পরাজিত করেছেন। অন্যান্য র্প্রাথীদরে মধ্য আলী আফসার রানা(মুকুট) প্রতীকে ২২১ ভোট ও আব্দুর রাজ্জাক (চিংড়ি) প্রতীকে ২৭৪ ভোট পেয়েছেন। ভাইস চয়োরম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করনে ২জন। মোঃ মোমিনুল ইসলাম ভাসানী বই প্রতীকে ভোট পায় ৫১ হাজার ৩৬০ । তার নিকটতম প্রতদ্বিন্দ্বী মোঃ বজলুর রহমান, তালা প্রতীকে ভোট পায় ২১ হাজার ১২১ ভোট। মোঃ মোমিনুল ইসলাম ৩০ হাজার ২৩৯ ভোট বেশি পেয়ে বে-সরকারীভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মোছাঃ সীমা আকতার। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন অফিসার মো: দলিল উদ্দীন, উপজেলা চেয়ারম্যান পদে আলহাজ্ব মো: সফিকুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোঃ মোমিনুল ইসলাম ভাষানী কে বে-সরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন।