রাম বসাক,শাহজাদপুর,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাঠে মাঠে এখন কৃষকের সোনালী স্বপ্ন দোল খাচ্ছে বাতাসে। সোনালী ধানের শীষে ভরে উঠেছে মাঠ। সেই সাথে রঙিন হয়ে উঠছে প্রান্তিক চাষিদের স্বপ্ন। মাঠ জুড়ে এখন সোনালী স্বপ্নের ছড়াছড়ি।
চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া থাকায় অন্যান্য বছরের চেয়ে ইরি-বোরো আবাদ ভালো হয়েছে। আশানুরূপ ফলনের সম্ভাবনাও রয়েছে। উপজেলার মাঠগুলোতে যতদূর চোখ যায় চারদিকে শুধু সোনালী ফসলের সমারোহ। পুরো মাঠ যেন সোনালী রঙে সেজেছে। মাঠে গেলে বাতাসের দোলে মন-প্রাণ জুড়িয়ে যায়। চলতি মৌসুমে মাঠে অন্য সব বছরের চেয়ে ধানের শীষ ভালো হয়েছে। আশা করা হচ্ছে এবার ধানের বাম্পার ফলন হবে। তবে ধানের ন্যয্য মূল্য না পাওয়ায় জেলায় কমেছে ধানের আবাদ।চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই পুরোদমে শুরু হবে ধান কাটা ।
সদর উপজেলার নরিনা গ্রামের কৃষক সাইফুল বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূল থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে।তবে ধানের মূল্য কম থাকায় কমেছে ধানের চাষ ।
ডায়া গ্রামের কৃষক আমিনুর হোসেন জানান, আমাদের মাঠে কিছু জমির ধান ফুলে সোনালি বর্ণ ধারণ করেছে, আবার কিছু জমির ধান কেবল ফুলছে। আর মাত্র কয়েকদিন পরেই মাঠের অধিকাংশ ধান পাকতে শুরু করবে।
একই গ্রামের আলম মিয়া ও সামসুল বলেন, প্রাকৃতিক কোন ধরনের দূর্যোগ না হলে আশানুরূপ ফলনের সম্ভাবনা রয়েছে। আর সামনে ঝড়-বৃষ্টির দিন আসছে ফলে কিছুটা দুশ্চিন্তায়ও আছি ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, শাহজাদপুরে চলতি ইরি-বোরো মৌসুমে কৃষি বিভাগ থেকে কৃষকদের সব ধরনের পরামর্শ দেয়া হয়েছে। তাই ফসল ভরা মাঠ সোনালী রঙে রঙ্গীন হয়েছে।আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা সঠিক সময় ধান কেটে ঘরেও তুলতে পারবেন।