মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরায় র্যাবের অভিযানে দেশী তৈরী ২টি ওয়ান শুটার গান, ২টি ৯ এমএম সদৃশ্য বিদেশি পিস্তল, ২৯টি কার্তুজ এবং ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাহামুদপুর এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় উক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে র্যাবে।
র্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা সদর থানা এলাকায় টহল ডিউটি করাকালীন ১৩ মে তারিখ দিবাগত রাত ২টা ৫৫ মিনিটের সময় আলীপুর বাজারে অবস্থানকালে র্যাব-৫ ও র্যাব-৬ এর যৌথ গোপন সংবাদের মাধ্যমে তথ্যপ্রাপ্ত হয় যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন আলীপুর ইউনিয়নের মাহমুদপুর সাকিনস্থ একটি একতলা বিশিষ্ট পাঁকা বসতঘরের পাশে বাগানের ভিতর পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক বস্তু পড়ে আছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে র্যাব-৬ এর টহল টিম সঙ্গীয় ফোর্সসহ একই তারিখ দিবাগত রাত ৩.৩০টায় উক্ত স্থানে পৌঁছাইলে ১টি হলুদ রংয়ের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী ২টি ওয়ান শুটার গান সদৃশ পিস্তল, ২টি ৯ এমএম সদৃশ্য বিদেশি পিস্তল, ২৯টি কার্তুজ, ৩টি লোহার তৈরী ম্যাগাজিন জব্দ করে। পরবর্তীতে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর একটি আভিযানিক দল আসামী গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
উদ্ধারকৃত পরিত্যক্ত ২টি ওয়ান শুটার গান সদৃশ পিস্তল, ২টি ৯ এম এম সদৃশ বিদেশি পিস্তল, ২৯টি কার্তুজ এবং ৩টি ম্যাগাজিন জিডি মূলে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
র্যার-৬ সাতক্ষীরা কোম্পানী কমান্ডার এএসপি নাজমুল হকের সাথে সংবাদিকরা যোগাযোগ করলে র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির বাইরে আর কোন কথা বলতে রাজি হননি।