মোঃ রায়হান জোমাদ্দার,স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে মোঃ সালাহ্ উদ্দিন খান সেলিম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
নির্বাচনী দৌড়ে আনারস ও দোয়াত কলম হারিয়ে মোটরসাইকেলের জয়
সঞ্জয় কর্মকার অভিজিৎ
মঙ্গলবার (২১ মে) রাত ৯টার দিকে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হল রুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল ছালেক হক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
মোটরসাইকেল প্রতীকে সালাহ্ উদ্দিন খান সেলিম পেয়েছেন ২৩ হাজার ৯৩৯ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মো. তসলিম উদ্দিন চৌধুরী পেয়েছেন ১৬ হাজার ৭৮৪ ভোট। এছাড়া চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকের মোঃ মোস্তাফিজুর রহমান ১৬ হাজার ২৬৭ভোট ।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে বাই প্রতীকের মোঃ মনিরুজ্জামান মনির ২২ হাজার ২৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হানিফ হাওলাদার টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৮৭ ভোট। অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী তালা প্রতীকে মোঃ বদরুল আলম পেয়েছেন ১৩ হাজার ৪০৯ ভোট।
ও অপর ভাইস-চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীক জে এম হাতেম পেয়েছেন ৭ হাজার ২৭২ভোট,অপর ভাইস-চেয়ারম্যান প্রার্থী মোঃ মিজানুর রহমান শাহিন মাইক প্রতীক পেয়েছেন ৪ হাজার ২৪ভোট, অপর ভাইস-চেয়ারম্যান প্রার্থী শরীফ মিজানুর রহমান টিউবাল প্রতীক পেয়েছেন ৪হাজার ৩০৯ভোট।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে আশায় আক্তার ২৪ হাজার ৫৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিটকতম প্রতিন্দন্দ্বী মোরশেদা বেগম পরজাপতি প্রতীকে ১৪ হাজার ২২ ভোট পেয়েছেন। অপরপ্রার্থী দিলবুর মাহমুদা হাঁস প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২১৫ ভোট,অপর প্রার্থী জাকিয়া খাতুন শামীমা ফুটবল প্রতীক পেয়েছেন ৮ হাজর ৩৪৩ ভাট,অপর প্রার্থী মোসাম্মৎ নাসিমা আক্তার পদ্মফুল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৫৩ ভোট।
নির্বাচন কমিশন সূত্র জানায়, নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছে পাঁচ জন।