বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের ৪টি উপজেলা বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরপর ভোট গণনা শেষে স্ব-স্ব সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারগণ বেসরকারি ফলাফল ঘোষনা করেছেন। এতে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিরল উপজেলায় একেএম মোস্তাফিজুর রহমান বাবু, বোচাগঞ্জে আফসার আলী, বীরগঞ্জে আবু হুসাইন বিপু ও কাহারোল উপজেলায় একেএম ফারুক।
বিরল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা বহিৃ শিখা আশা জানান, দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বে-সরকারীভাবে একেএম মোস্তাফিজুর রহমান আনারস প্রতীক নিয়ে ৫৫ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী রমাকান্ত রায় মোটরসাইকেল প্রতীকে ৪১ হাজার ২৬৩ ভোট পেয়েছেন। এছাড়াও ঘোড়া প্রতীক নিয়ে মো. ফারুক আযম ভোট পেয়েছেন ৩৫২ ও দোয়াত-কলম প্রতীক নিয়ে সুধীর চন্দ্র শীল ৪ হাজার ৫৮৩ ভোট পেয়েছেন।
মঙ্গলবার রাত ১০ টায় বিরল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটারিং কর্মকর্তা বহিৃ শিখা আশা বেসরকারিভাবে এই ঘোষণা দেন। তিনি জানান, এই উপজেলায় মোট ৮১ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৪৮৩। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ১ হাজার ২৩৯। বাতিল হয়েছে ২৬৬২ ভোট। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৯০১। নির্বাচনে মোট ভোটের শতকরা হার ৪৭ দশমিক ৩৪।
বোচাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. ডালিম সরকার জানান, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে মো. আফছার আলী ঘোড়া প্রতীক নিয়ে ৪৬ হাজার ৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. জুলফিকার হোসেন আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৩ হাজার ৪০৬। এছাড়াও ফরহাদ হাসান চৌধুরী ঈগলু দোয়াত-কলম প্রতীক নিয়ে ৭ হাজার ৭৪২ ভোট পেয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় বোচাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. ডালিম সরকার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা দেন। তিনি জানান, এই উপজেলায় মোট ৬৪ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৫৮০। ভোট পড়েছে ৮৭ হাজার ৪৯৭। নির্বাচনে মোট ভোটের শতকরা হার ৬৫ দশমিক ৮৭।
এদিকে, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. ফজলে এলাহী জানান, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে মো. আবু হুসাইন আনারস প্রতীক নিয়ে ৪৪ হাজার ৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. আমিনুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩২ হাজার ৪১৮।
মঙ্গলবার রাত ১১টায় বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. ফজলে এলাহী বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা দেন। তিনি জানান, এই উপজেলায় মোট ১০৪ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৫৩৫। ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৬৭৭। নির্বাচনে মোট ভোটের শতকরা হার ৪৬ দশমিক ৪৯।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে এ কে এম ফারুক দোয়াত কলম প্রতীক নিয়ে ৩৩ হাজার ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আরমান সরকার মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৫ হাজার ১২। এছাড়াও বরদা ভূষণ রায় আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৩ হাজার ৩৩৫, মোস্তফা হোসেন আলম হেলিকপ্টার প্রতীক নিয়ে ৪ হাজার ৬৯ ভোট পেয়েছেন, মো. পারভেজ হোসেন টেলিফোন প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪ হাজার ৬৬৮ ও স্মৃতি রাণী রায় ঘোড়া প্রতীক নিয়ে ৭৩১ ভোট পেয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় কাহারোল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা দেন। তিনি জানান, এই উপজেলায় মোট ৫৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৭৮০ ভোট পড়েছে।