মোঃ কবির হোসেন,স্টাফ রিপোর্টারঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দ্বিতীয় ধাপের নির্বাচন ২১ মে রোজ মঙ্গল বার অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে মোঃ জাফর উল্লাহ চৌধুরী আনারস প্রতিক নিয়ে ২৯২৮৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি দোয়াত কলম নিয়ে আবুল কালাম আজাদ পেয়েছেন ১৮৯৬৪ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতিক নিয়ে মোহাম্মদ আলী হিরা ২৭২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি হাসিব চৌধুরী বাঁধন উড়োজাহাজ প্রতিক নিয়ে পেয়েছেন ১৫১৩৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান কলস প্রতিক নিয়ে আক্তারুন নেছা ৩৭৪২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রজাপতি প্রতিক নিয়ে ১৪৬৯৯ ভোট পেয়েছেন।
৮২ কেন্দ্রের মধ্যে বেসরকারী ভাবে রাত ৯টার দিকে ৮১ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন বোরহানউদ্দিন উপজেলা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. রায়হান উজ্জামান।
উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুর হোসেন জানান, কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই এ নির্বাচন সম্পূর্ণ হয়েছে। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে নির্বাচন কমিশনের বিধিমেনে চলার অনুরোধ জানান।
উল্লেখ্য, বোরহানউদ্দিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ২১৫৬৭৪ জন।