নিজস্ব প্রতিবেদকঃ খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় কেন্দ্রে আজ ৩১ মে শুক্রবার ধ্রুব পরিষদ পরিচালিত “সুর ছন্দ সাংস্কৃতিক একাযেমির তত্বাবধনে বিভিন্ন বর্ষের বার্ষিক পরীক্ষা
ও সনদপত্র বিতরণ করা হয়েছে।উক্ত পরীক্ষায় সঙ্গীত,অংকন,নৃত্য,আবৃতি বিভাগে উপজেলার বিভিন্ন অঞ্চলের ২৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে, একাডেমীর পরিচালক নাসির উদ্দিনের সুদক্ষ নেতৃত্বে বিদ্যালয়ের মনোরম পরিবেশে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাদের সহায়তায় পরীক্ষা সমূহ অন্যান্যদের মধ্যে উপস্হিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত দে,সহকারি শিক্ষক পূর্ণদান আদিত্য,ও একাডেমির পরিচালক কল্যাণী মন্ডল,ও অধ্যক্ষ ঐশ্বরিয়া মন্ডল।