রাকিব হোসেন,ঢাকাঃ কেরানীগঞ্জ কদমতলী বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশনের গ্রুপের পক্ষ থেকে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান প্রদান করেছে।
এই উপলক্ষে গতকাল বিকেলে কদমতলী নিজ ক্যাম্পাসে এক বর্ণাঢ্য আয়োজন করে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। আয়োজকরা কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও বৃত্তি তুলে দেন। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার স্বপ্নপূরণে বিএসবি’র মাধ্যমে স্কলারশিপসহ বিদেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।
বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ শিক্ষার আলোয় আলোকিত মানুষ গড়ে তুলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে।
এছাড়াও শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার ভর্তি সম্পর্কিত পরামর্শ ও ভিসা প্রসেস বিষয়ে ফ্রি তথ্য দেয়া হয়। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী, শিক্ষকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।