মেহেরপুর জেলা প্রতিনিধিঃ নাটােরের একটি হত্যা মামলার পলাতক আসামি হায়দার আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃত হায়দার নাটােরের গুরুদাসপুর থানার কুমারখালী গ্রামের আশরাফ আলীর ছেলে।
রবিবার প্রেস রিলিজের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গাংনী ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান।
এর আগে শনিবার দিবাগত সন্ধ্যারাতে হায়দারকে মেহেরপুরের গাংনী পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের জনৈক ইছাহাকের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
কমান্ডার মনিরুজ্জামান জানান, নাটােরের গুরুদাসপুর এলাকায় একটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। ওই হত্যা মামলার এজাহার নামীয় ১ নং আসামি হায়দার আলী। মামলার পর থেকে সে প্রশাসনের চােঁখ ফাঁকি দিয়ে আত্মগােপনে ছিল। রবিবার রাতে গােপন সংবাদের ভিত্তিতে গাংনী পৌর এলাকার ৬ নং ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।