স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেকের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত ২ জুন রবিবার বেলা ১১ টায় ফাউন্ডেশন ফর সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (ঋঝউও) এর আয়োজনে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ হলরুমে জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত ১শত পরিবারের মাঝে নগদ অর্থ সহ চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধন সরকার। ঘূর্ণিঝড় সহ সকল প্রাকৃতিক দুর্যোগে সরকার আপনাদের পক্ষে আছে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি তরফ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, যেটি জেলা প্রশাসকের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে। আপনাদের কল্যাণ সরকারের একমাত্র কাম্য। উক্ত চেক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজিবুল আলম, সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, কাশিমাড়ি ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিছ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত ১ শত পরিবারের মাঝে প্রত্যেককে দুই হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।