উপজেলা প্রতিনিধি,মোঃ মিজানুর রহমান কালুঃ মঙ্গলবার (১১-জুন) রাজশাহীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় পর্যায়ের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়ে,তারই ধারাবাহিকতায় বুধবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মৌসুমী রহমানকে ফুলের শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান হিসেবে গ্রহণ করেন,এরপর চেয়ারম্যানণ নিজ নিজ কার্যালয়ে সকাল ১১ টার দিকে দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গণের সাথে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর।
পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ কালে অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা তিনি বলেন, এই কার্যালয় টি আপনাদের জন্য,আপনারা আমাকে পরামর্শ দিবেন ভুল ধরিয়ে দিবেন।
ভুল শুধরে দিবেন,আমি আপনাদের চেয়ারম্যান নয়, আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই,আমি আমার পিতার আদর্শ নিয়ে চলি,এছাড়াও পুঠিয়া দুর্গাপুরের মানুষের দুই নয়নের মনি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দ্বারা মাননীয় প্রতিমন্ত্রী তিনি আমাদের জন্য উন্নয়ন করছে, ভবিষ্যতেও আরো করে যাবে।
আপনারা উন্নয়নের বিষয় নিয়ে চিন্তা করবেন না,গত বহুবছরে যে উন্নয়ন হয়নি, আগামী পাঁচ বছরে সেই উন্নয়ন হবে ইনশাআল্লাহ।
শপথ গ্রহণ কালে এসময় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, এ কে এম নূর হোসেন নির্ঝর,পুঠিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, ও মহিলা ভাইস চেয়ারম্যান, মৌসুমী রহমান।
এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলার অসংখ্য নেতাকর্মীরা,নেতা-কর্মীরা প্রিয় নেতার শপথ গ্রহণ শেষে আনন্দ উল্লাসে ফেটে পড়েন,পরে মিষ্টি বিতরণ করা হয়।