রায়হান ইসলাম,রাজশাহীঃ র্যাব-৫ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে রাজশাহীর পুঠিয়া থেকে যাবজ্জাীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল ওয়াদুদ গ্রেফতার করা হয়েছে।
বুধবার সকাল পৌঁনে দশটার দিকে উপজেলার বড়
রাঙ্গামাটি নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওয়াদুদ সিরাজগঞ্জ সদর থানার বাঐতারা পশ্চিম পাড়া এলাকার ফরিদ শেখের ছেলে।
র্যাব জানায়, সিরাজগঞ্জ সদর থানা পুলিশের রিকুইজিশন এর প্রেক্ষিতে র্যাব-৫ ও র্যাব-১০ এর একটি
যৌথ আভিযানিক দল উক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং
এক পর্যায়ে আসামীর গতিবিধি শনাক্ত করতে সক্ষম হয়। পরে পুঠিয়া থানার বড় রাঙ্গামাটি গ্রামে আসামীর ২য় স্ত্রীর বাড়ী হতে গ্রেফতার করে।
র্যাব আরো জানায়, আসামী সিরাজগঞ্জ সদর থানা এলাকায় একটি ১০ বছরের ছোট বাচ্চাকে অপহরণ করে মুক্তিপণ দাবী করে। পরবর্তীতে ভিকটিম
এর পিতা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করে এবং কোর্ট বিচার শেষে যাবজ্জীবন সাজা প্রদান করে।
আসামীকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।