বিলালুর রহমান,সিলেট,জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দূঘর্টনায় নিহত সিলেট গ্যাস ফিল্ড লি: কর্মকর্তা মঈনুল হােসেনর দাফন সম্পন্ন হয়েছে। এই ঘটনায় স্থানীয় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে অনেকই বলেছেন এটি পরিকল্পিত হত্যাকান্ড না কি সড়ক দূঘর্টনা–? এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কে ঘটনা’টি খতিয়ে দেখার দাবী জানিয়েছেন উপজেলার সচেতন মহল।
জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের উমনপুরে ১৩ জুন বৃহস্পতিবার রাত ১২টার এই দূঘর্টনা ঘটে।মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী সিলেট গ্যাস ফিল্ড লি:-এর উপ-ব্যবস্থাপক মঈনুল হোসেন (৫৪) নিহত হন। ( ইন্নালিল্লাহি—-রাজিউন)। সিলেট তামাবিল জাফলং মহাসড়কের চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ড লি:-এর ৮নং কুপ-সংলগ্ন নিজ বাড়ির সামনে জাফলং গামী ডিআই-পিক-আপ গাড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী মঈনুল হোসেন প্রথমে গুরুত্বর আহত হন ।
স্থানীয় লোকজন তাকে উদ্বার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়ার পর অতিরিক্ত রক্তকরণে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। ১৪ জুন শুক্রবার বাদ জুম্মা হরিপুর বাজার মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে, চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামের বাসিন্দা সিলেট গ্যাস ফিল্ডস লি:-এর উপ-ব্যবস্থাপক (সার্ভিসেস), জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাবেক সভাপতি মঈনুল হোসেন তিনি রাতে সিলেট গ্যাস ফিল্ড লি:-এর প্রধান গেইট থেকে বাড়ি যাওয়ার পথে জাফলং গামী একটি ডিআই পিক-আপ গাড়ি তার মোটর সাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যায়।
বিকট শব্দ শুনে পরিবারের সদস্য এবং স্থানীয় লোকজন এসে মঈনুল হোসেন কে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করেন। রাত ১ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। দূঘর্টনার পর চালক ফতেপুর রাস্তার পাশে ডিআই পিক-আপ গাড়ি রেখে পালিয়ে যায়। এই ঘটনায় সিলেট তামাবিল সড়কের উমনপুর এলাকায় স্থানীয় উত্তেজিত জনতা রাত ৩টা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন। দুঘটনার খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে ছুটে যান জৈন্তাপুর উপজেলার জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ ফোর্স ।
রাতেই জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) তিনি দূঘর্টনায় মঈনুল হোসেন নিহত হওয়ার বিষয়’টি নিশ্চিত করেন।
এদিকে তামাবিল হাইওয়ে পুলিশের (ইনচার্জ) মো: ইউনুছ মিয়া জানান, ঘটনার পর হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়।
এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে, পলাতক ডিআই পিক-আপের চালক ও গাড়ি আটকের চেষ্টা করা হচ্ছে। দূঘর্টনা কবলিত মোটর সাইকেল জব্ধ করা হয়েছে। এই দূঘর্টনার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
তবে দূঘর্টনা কারী ডিআই পিক-আপ গাড়ি স্থানীয় ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদের জিম্মায় রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এম লিয়াকত আলী, ভাইস-চেয়ারম্যান সাহাদ উদ্দিন (সাদ্দাম), সাবেক ভাইস-চেয়ারম্যান মুহিবুল হক মুহিব, মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা: সুনারা বেগম, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সিলেট গ্যাস ফিল্ড লি: কর্মকর্তাগন সহ আত্মীয় স্বজন অনেকই নিহতের বাড়িতে যান সমবেদনা জানাতে।
শুক্রবার বাদ জুম্মা হরিপুর বাজার মাদ্রাসা মাঠে মরহুম মঈনুল হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের
জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং আলেম উলামা সহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন।
পরে উমনপুর গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাবেক সভাপতি সিলেট গ্যাস ফিল্ড লি: কর্মকর্তা মঈনুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম লিয়াকত আলী, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি গিয়াস আহমদ,সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দিন বেলাল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান।
নেতৃবৃন্দ সড়ক দূঘর্টনায় নিহত মঈনুল হোসেন’র রুহের মাগফেরাত কামনা করে তাহার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।