রায়হান ইসলাম,রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় চলন্ত আম বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের ভিতরে ঢুকে পড়ে এতে আহত হয় দোকানদারসহ দুজন।
শুক্রবার(১৪ জুন) সকাল সাতটার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর মোড়ে এ দূর্ঘটনা ঘটে। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়।
আহতরা হলেন হাবাসপুর মোড়ের দোকানমালিক আবুল হোসেনের ছেলে মাসুদ রানা(৩৩) ও পাশ্ববর্তী চারঘাট উপজেলার বড়বড়িয়া গ্রামের বিচ্ছাদ আলীর ছেলে মিজানুর রহমান (৩৫)।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় আহত মাসুদ রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।
স্থানীয়রা জানান, দোকানদার মাসুদ রানা মোটরসাইকেল চালককে পেট্রোল দিচ্ছিলেন। এ সময় আম বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে দোকানের ভিতরে ঢুকে পড়ে। তবে দোকানের সামনে থাকা একটি গাছের কারণে প্রাণে বেঁচে যান আহত দু’জন । মাসুদ রানা ট্রাকের নিচে চাপা পড়ে এবং মোটরসাইকেল আরোহী মিজানুর ছিঁটকে সড়কে পড়ে যান। ট্রাকটি চাপাই নবাবগঞ্জ থেকে আম বোঝাই করে ভোলা জেলায় যাচ্ছিল।
এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক(এসআই) সাইদুল রহমান জানান, ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।