রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কৃষি প্রণোদনার কর্মসূচি আওতায় খরিপ ২০২৪/২৫ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের আবাদ বৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ২১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) সকালে রানীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে বিনামূল্যে রাসায়নিক সার বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস-চেয়ারম্যান সারমিন আক্তার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলামসহ উপকারভোগী কৃষক/কৃষাণিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এই কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রানীশংকৈল উপজেলার ২১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রত্যেকে ০৫ কেজি উফশী আউশ ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি পাবেন।