বিশেষ প্রতিনিধিঃ আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের (প্লাটিনাম জয়ন্তী) ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ১০ দফার কর্মসূচি ঘোষনা করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচীর সাথে সঙ্গতি রেখে উপযোগী কর্মসূচীসমূহ গ্রহণ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষে আজ ২০ জুন (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে লালমোহন উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, পৌরসভা মেয়র এমদাদুল হক তুহিন সহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরও অনেকে।