মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ ঈদগাঁও উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধি ও দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জুন বৃহস্পতিবার এর আয়োজন করে পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল এন্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এসোসিয়েশন, ঈদগাঁও। এ উপলক্ষে সংগঠনটি উচ্চ শিক্ষা বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন করে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী। উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ফয়সাল বিন মনির (জনি) ও একই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রভাষক ফয়সাল ফারুক।
সম্বর্ধিত অতিথির বক্তব্য রাখেন নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তালেব, উপজেলা ভাইস চেয়ারম্যান আহমদ করিম সিকদার ও ভাইস চেয়ারম্যান কাউসার জাহান জেসমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত। ইউপি চেয়ারম্যানদের মধ্যে ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
সূচনা বক্তব্য রাখেন সহকারি তথ্য অফিসার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাশেদুল হক রাসেল। সংগঠনের সভাপতি ইয়াছিন আরাফাতের (চবি) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান আহমদের (ঢাবি) সঞ্চালনায় এতে সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সিরাজুল হক ও নওশাদ মাহমুদ উপস্থিত ছিলেন। উপদেষ্টাদের মধ্যে ছিলেন জাহাঙ্গীর আলম শাহীন, তাহের আজাদ, রিদওয়ান ফয়সাল, মামুনুর রশিদ, রাশেদ নুর, খুকুমণি, ফারাবি কায়সার, তারেকুল ইসলাম মারুফ, কার্যনির্বাহী কমিটির তাহিরুল ইসলাম ফারুক, মোহাম্মদ ফারুক, হুজাইফ মুনতাসির নাহিয়ান, তানভিরুল ইসলাম আবির, আরাফাতুল ইসলাম, মোঃ শাহজাহান মনির, মোহাম্মদ আনাস ও সাদিয়া সাইরিন শিফা।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরা এলাকার গৌরব। তারা এলাকাবাসী ও অভিভাবকদের মুখ উজ্জ্বল করেন। ভবিষ্যতে এসব শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়ে দেশের সেবায় ভূমিকা রাখবেন। তাই শিক্ষার্থীদের উচিত নিজেদের ক্যারিয়ার গঠনে আরো বেশি মনোযোগী হওয়া।
তারা আরো বলেন, জনপ্রতিনিধিদের প্রধান দায়িত্ব ও কর্তব্য হলো জনগণের সেবা করা। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ নানা সেক্টরে জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথি ও ২০২২ ২০২৩ সেশনে দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেয়া হয়। এছাড়া কুইজ বিজয়ীদের নগদ অর্থ, পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।