আসাদুজ্জামান জামাল,ভালুকা প্রতিনিধিঃ ভালুকায় রসের মিষ্টিসহ ৩টি মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ৩টি দোকনীকে মোট ৪০ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফারহান লাবীব জিসান।
আজ ২২ জুন ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং ভালুকা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক ভালুকা পৌর সদর শহীদ নাজিম উদ্দিন রোর্ডে অবস্থিত ৩টি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী, স্টিকার বিহীন খাবার পরিবেশ মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অপরাধে রসের মিষ্টিকে ২০,০০০ (বিশ হাজার) টাকা, টাঙ্গাইল পোড়াবাড়ি মিস্টির দোকানকে ১০,০০০ (দশ হাজার) এবং আলীবাবা সুইটসকে ১০০০০(দশ হাজার) টাকা সহ সর্বমোট ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা অর্থদন্ড করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে ভালুকা পৌরসভা নিরাপদ খাদ্য পরির্দক ও ভালুকা মডেল থানা পুলিশ সঙ্গে ছিলেন।