সাতক্ষীরা,কালীগঞ্জ প্রতিনিধিঃ কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আ’লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে কেক কাটা, র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা আ’লীগের আয়োজনে রবিবার (২৩ জুন) বিকাল ৫ টায় উপজেলার দলীয় কার্যালয় থেকে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থকদের নিয়ে বন্যাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে চত্বরে এসে শেষ হয়। পরে কেক কাটার মাধ্যমে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। কেক কাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আ’লীগের সদস্য এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ভাড়া সিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ নুরুজ্জামান যামু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহজালাল প্রমূখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, বিষ্ণুপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল হক, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, কুশুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী কাহাফিলারা সজল, চম্পাফুল ইউনিয়ন আ’ লীগের সভাপতি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মৌতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, রতনপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, মথুরেশপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোখলেসুর রহমান মুকুল প্রমূখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও ধলবাড়ীয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সজল মুখার্জি।
সর্ম্পকিত খবর সমূহ..
September 25, 2024