রাকিব হোসেন,ঢাকাঃ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ল্যাপটপ বিতরন করল দেশের খ্যাতনামা এনজিও প্রশিকা মানব উন্নয়ন কেন্দ্র।
আজ প্রশিকার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর খলিকুজ্জামান।
স্বাগত বক্তব্যে প্রশিকার সিইও সিরাজুল ইসলাম বলেন, এখন বিশ্বের উন্নত দেশের মতই দেশের শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত করতে সরকার কাজ করে যাচ্ছে।
দেশের নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য বর্তমান শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করানো দিনকে দিন অনেক বেশি কঠিন থেকে কঠিনতর হয়ে যাছে। প্রশিকা মানব উন্নয়ন কেন্দ্র খুঁটিনাটি বিষয়গুলোকে বিশ্লেষণ করে তা নিরুপনের চেষ্টা করে।
প্রশিকার চেয়ারম্যান রোকেয়া ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, দেশের অনেক মেধাবী শিক্ষার্থীরা এখনও আর্থিক ও বিভিন্ন সমস্যায় তাঁদের লেখাপড়া চালিতে নিতে পারছেনা। প্রশিকার এমন উদ্যোগ অনেক বিত্তবান ও সংস্থাকে অনুপ্রাণিত করবে আর অনেক মেধাবী শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আশাকরি।
প্রশিকার চেয়ারম্যান ও কথা সাহিত্যিক রোকেয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকার প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, এনজিও ব্যুরোর মহাপরিচালক জনাব সাইদুর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সালেহ মোস্তফা কামাল সহ আরও অনেকেই।