রাকিব হোসেন,ঢাকাঃ ট্রাফিক পুলিশের প্রতিশ্রুতি সত্ত্বেও প্রায় প্রতিদিনই নগরবাসীকে তীব্র যানজটে ভুগতে হয়।
তাই এবার সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে শাহবাগ মোড় থেকে আজিজ সুপার মার্কেট পর্যন্ত মিডওয়ে আইল্যান্ডে বাঁশও কাঁটাতার দিয়ে বেরিয়ার তৈরি করেন। এবং এসব বেরিয়ার এর মধ্যে রিফ্লেক্টিভ স্টিকার সংযোজন করা হয়।যাতে জনসাধারণ বিশৃংখল ও অনিরাপদ ভাবে রাস্তা পারাপার না করতে পারে সেই সাথে ফুট ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে, এর ফলে সড়কে ফিরে আসবে শৃঙ্খলা।
রাস্তা পারাপারে সড়ক আইন মেনে চলে ফুট ওভারব্রিজ জেব্রা ক্রসিং ব্যবহারে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক পুলিশের এই কার্যক্রম প্রতিনিয়ত অব্যাহত থাকবে।
এছাড়াও এসব এলাকায় এবার সড়ক ও ফুটপাত দখল করে কোনো ধরনের ব্যবসা-বাণিজ্য,ও বিক্রি করতে দেওয়া হবে না বলে জানান, রমনা ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোঃ জয়নুল আবেদীন
ট্রাফিক রমনা বিভাগের অন্তর্গত শাহবাগ জোনের টিআই এ.কে.এম মঞ্জুরুল আলম জানান”ট্রাফিক পুলিশের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এর ফলে শাহবাগ এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কটি অবৈধ ভাসমান দোকান ও হকারমুক্ত হওয়ায় এবং মিডওয়ে আইল্যান্ডে বাঁশও কাঁটাতার দিয়ে বেরিয়ার দিয়ে সড়কটি পথচারীদের চলাচলের জন্য নির্বিঘ্ন করায় মানুষের কাছে প্রশংসা পেয়েছে রমনা ট্রাফিক বিভাগ।
এ সময় উপস্থিত ছিলেন শাহবাগ জোনের সহকারি পুলিশ কমিশনার মেহেদী হাসান শাকিল এর সার্বিক ব্যবস্থাপনা ট্রাফিক পুলিশের শাহবাগ জোনের পরিদর্শক (শহর ও যানবাহন) এ কে এম মঞ্জুরুল
মেট্রোপলিটন পুলিশের(ট্রাফিক) যুগ্ম কমিশনার মেহেদী হাসান,ও ট্রাফিক পুলিশের শাহবাগ জোনের পরিদর্শক (শহর ও যানবাহন) এ কে এম মঞ্জুরুল আলম
মোঃ জয়নুল আবেদীন সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।