বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ বিএনপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের পরামর্শে, বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্বে নিয়োজিত কোমলমতি শিক্ষার্থীদের খোঁজখবর নেন পঞ্চগড় নুরজাহান হোটেল এন্ড রেস্তোরাঁর মালিক ও সাবেক ছাত্র নেতা হায়াতুন আলম।আজ ৯ আগস্ট শুক্রবার দুপুরে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন।
সাবেক এই ছাত্রনেতা বলেন, আমরা কয়েকদিন থেকে দেখছি কোমলমতি শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা বজায় রাখার জন্য ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। আমরা শুরু থেকেই তাদের খোঁজ খবর নিচ্ছি। এবং তাদের পাশে আছি, তাঁদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।