কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বাদ-মাগরিব স্থানীয় আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাওলানা সফিকুল হক এর সভাপতিত্বে ও পৌর বিএনপির প্রচার সম্পাদক শামিম আহমদ এর সঞ্চালনায় জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রুমান সিদ্দিকী,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলার ১নং লক্ষিপ্রসাদ পূর্ব ইউনিয়নের সভাপতি আশরাফুল আম্বিয়া,পৌর বিএনপির সহ-সভাপতি হাজী জালাল আহমদ,পৌর বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দীন,বর্ষীয়ান রাজনীতিবীদ রহিম উদ্দীন (ভরসা), ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ আহমদ হারিছ,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াসিম, উপজেলা যুবদলের অন্যতম নেতা খাইরুল ইসলাম,পৌর ছাত্রদলের সদস্য সচিব প্রিন্স সোহেল,সফিক আহমদ, শরিফ উদ্দীন, আব্দুর রহিম,শামিম আহমদ,মাছুম আহমদ,আব্দুর রহমান,সাহাবুদ্দীন, খাসিম আহমদ নিজাম উদ্দীন, সজিব আহমদ, মোঃ খছরু প্রমূখ। উক্ত সভায় রুমান সিদ্দিকী প্রধান অতিথির বক্তব্যে বলেন কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড, মন্দির, সংখ্যালঘু সম্প্রায়ের পরিবার ও দোকানে হামলার ঘটনা যাতে না ঘটে সে দিকে খেয়াল রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। দলের কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে নেতৃবৃন্দ কে হুঁশিয়ার করে দেন। মাওলানা সফিকুল হক এর মোনাজাতের মাধ্যমে এসভা শেষ হয়।
সর্ম্পকিত খবর সমূহ..
September 25, 2024