নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা পৌরসভার পক্ষ থেকে অদ্য সকালে ভোলা সদরের বিভিন্ন স্পটে ট্রাফিকের দায়িত্ব পালন কারি পুলিশ সদস্য ও ছাত্র ভাইদের সাথে একটি করে ফুলের ষ্টিক ও মিনারেল ওয়াটার বিতরণের মাধ্যমে তাদেরকে নতুন করে দায়িত্ব পালন শুরু করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। শহরের গার্লস স্কুল মোড়ে পুলিশের সার্কেল এএসপি সহ অন্যান্য কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন। ভোলা জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারী রুহুল আমিন, জেলা ব্যবসায়ী বিভাগের সেক্রেটারি মোঃ মেহেদী হাসান সুমন, মাওঃ হাসনাইন, ৬ নং ওয়ার্ড আমির শহীদুল ইসলাম, ইকবাল হোসেন রিপন। ১ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান সহ শিবির ও জামায়াতের অন্যান্য নেতা ও কর্মী বৃন্দ। পৌরসভা সেক্রেটারী জনাব রুহুল আমিন এই বলেন যে, জামায়াত শিবির জন্ম লগ্ন থেকেই জনগণের মতো পুলিশ কে বন্ধু ভেবে এসেছে এখনো ভাবে এবং ভবিষ্যতেও তাই থাকবে ইনশাআল্লাহ। যে কোন বিপদ আপদে আমরা পরস্পরের পাশে থাকবো। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ও অনুরূপ আশ্বাস দেয়া হয়।