বাঁশখালী,চট্টগ্রাম প্রতিনিধিঃ বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শফিউল্লাহ ক্লাবের নীতিমালা বহির্ভূত পন্থা অবলম্বন করে পাল্টা কমিটির পদ গ্রহণ করায় ক্লাবের সেক্রেটারী পদটি শূন্য হয়ে পড়ে। এতে ক্লাবের কার্যক্রম যথাযথ সচল রাখতে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল মতলব কালুকে ভারপ্রাপ্ত সেক্রেটারী মনোনিত করা হয়েছে। তিনি এর আগেও দীর্ঘ দিন বাঁশখালী প্রেসক্লাবের সেক্রেটারী ছিলেন।
গতকাল (১৩ আগস্ট) মঙ্গলবার বিকেলে বাঁশখালী প্রেসক্লাব কার্যালয়ে এক জরুরী বৈঠকে সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।
প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, দৈনিক আমার সংবাদ ও সি-প্লাস প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন, বাংলা টিভি ও আজাদী প্রতিনিধি মোহাম্মদ এরশাদ, দৈনিক সকালের সময় প্রতিনিধি মুহাম্মদ দিদার হোসাইন, একুশে পত্রিকা ও সময়ের আলো প্রতিনিধি মোঃ বেলাল উদ্দিন, গ্লোবাল টিভি প্রতিনিধি সরওয়ার আলম চৌধুরী শামীম, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি সাঈদুল ইসলাম। এছাড়া টেলিকনফারেন্সে আলোচনায় অংশ নেন ক্লাবের সহ সভাপতি গোলাম শরীফ টিটু, অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস ও যুগ্ম সম্পাদক আবদুল জব্বার। বৈঠক চলাকালে ক্লাবের বিদায়ী সেক্রেটারী শাহ মুহাম্মদ শফিউল্লাহও উপস্থিত ছিলেন।
আগামী দুই মাসের মধ্যে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত বাঁশখালী প্রেসক্লাবের নির্বাচন সংক্রান্তে তফসিল ঘোষণা করণ, ক্লাবের কার্যক্রম সম্প্রসারণ করণ, বাঁশখালী প্রেসক্লাবের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে কমিটি ঘোষণা এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বাঁশখালী প্রেসক্লাব সম্পর্কে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করা সংক্রান্তে বিশদ আলোচনা করে সদ্য ঘোষিত বাঁশখালী প্রেসক্লাব নামে পাল্টা কমিটি ঘোষণার নিন্দা জানানো হয়।
একই সাথে বাঁশখালী প্রেসক্লাবের কয়েকজন সদস্য রাতের কমিটিতে তাদের নাম দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এধরণের রাতের কমিটির সাথে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।