মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তোপের মুখে পড়ে পদত্যাগ করেছেন নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়। এছাড়া উপজেলা চেয়ারম্যান সহ দুই ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা দেওয়া হয়েছে।
রবিবার (১৮ই আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আওয়ামী পন্থী জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবিতে অবস্থান নেন ছাত্ররা। এসময় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়কে পদত্যাগ করার দাবি জানানো হলে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সরকার ফারহানা আখতার সুমি কার্যালয়ে উপস্থিত না থাকায় তার কক্ষে তালা দেন ছাত্ররা। এছাড়া ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ ও বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুনের কক্ষে তালা লাগানো হয়েছে।
এব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে অবৈধভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের আমরা ক্ষমতায় দেখতে চাই না। যেহেতু তাদের সরকার নাই, সেহেতু তাদেরও দরকার ডোমারবাসীর নাই। ছাত্ররা ভাইস-চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়কে জানালে তিনি পদত্যাগ করতে ইচ্ছা প্রকাশ করেন।
উল্লেখ্য, চলতি বছরের গত ৮ই মে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার উপজেলায় চেয়ারম্যান পদে সরকার ফারহানা আখতার সুমি, ভাইস-চেয়ারম্যান পদে দিলীপ কুমার মুখোপাধ্যায় ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোছাঃ ফেরদৌসি বেগম নির্বাচিত হন।