রানা খান,শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ ৫ই আগষ্ট দেশে পটপরিবর্তনের পরে যখন সারা দেশে ইউনিয়ন পরিষদের বেশিরভাগ চেয়ারম্যানরা পরিষদে অনুপস্থিত, সেখানে এক ভিন্নরকম উদাহরণ সৃষ্টি করেছেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাতেন সরকার ও পরিষদের অন্যান্য সদস্যরা। সারাক্ষণ পরিষদে উপস্থিত থেকে জনগণের সেবা দিয়ে যাচ্ছে। স্বাক্ষর করছেন নাগরিকদের বিভিন্ন কাগজে।
১৯ই আগষ্ট সোমবার পরিষদে গিয়ে দেখা যায় সেবা-প্রার্থীদের ভীড়। প্রত্যয়ন পত্র নিতে এসেছেন অত্র ইউনিয়নের টেংরা গ্রামের বাবুল মিয়া। তার সাথে কথা বলে জানা যায়, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাতেন সরকার এবং অন্যান্য সদস্যরা নিয়মিত ইউনিয়ন পরিষদে নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছেন। ছাতির বাজারের আমেনা বেগম বলেন, আমি আসছি আমার সন্তানের জন্ম নিবন্ধন করতে।এসে দেখি সার্ভারের সমস্যা, কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন চেয়ারম্যান আসছে, চেয়ারম্যান কে আমার সমস্যার কথা বলার পর চেয়ারম্যান নিজেই তদারকি করে আমার জন্ম নিবন্ধনের কাজ তাড়াতাড়ি করে দেওয়ার নির্দেশ দেন।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , আঃ বাতেন সরকার বলেন,৫ই আগষ্ট সরকার পরিবর্তনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে নিয়মিত পরিষদে এসে জনগণের সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। জনগণের ভোগান্তি যেন না হয় সে চেষ্টাই করে যাচ্ছি এবং করে যাব।