মোঃ মিজানুর রহমান,উপজেলা প্রতিনিধিঃ গত (১৭ আগস্ট) রোজ শনিবার বেলা ২ টার দিকে পুঠিয়া আড়ানী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ওই ঘটনাটি ঘটে।
ছাত্রদল নেতা সাব্বির হোসেন বলেন,আমি আমার একটি দোকান ঘর বিক্রি করি ৭ লক্ষ টাকায়,বায়না হিসাবে আমাকে দেয় ৫০ হাজার টাকা,বাকি টাকাগুলো দীর্ঘদিন সময় ক্ষেপণ করার পরেও টাকা দেয় না রিপন। পরে আমি জানতে পারি ফারুকবাহিনীর কাছে চুক্তি করে রিপন,২ লক্ষ টাকা দিলে দোকান মালিক সাব্বির কে আর টাকা দেওয়া লাগবে না।
ঘটনার দিনে দুপুরে সাব্বির ও শাকিব দুই ভাই টাকা চাইতে গেলে,ফারুক বাহিনী মোবাইল করে বিভিন্ন জায়গা থেকে তার লোকজনকে জড়ো করে রিপন সহ দেশীয় অস্ত্র দারা সাব্বির ও সাকিবকে এলোপাথারি আঘাত করে।
এক পর্যায়ে শাকিব ছুরির আঘাতে মাটিতে লুটে পড়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে জায়,কর্মরত চিকিৎসক সাকিবের অবস্থা অবনতি দেখা দিলে দ্রুততার সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
এই ব্যাপারে (১৯ আগস্ট) সোমবার পুঠিয়া থানা সাকিবের বাবা সাইদুল ইসলাম (৫০) বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এ ব্যাপারে পুঠিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা,সাইদুল রহমান বলেন এই ব্যাপারে থানাতে একটি অভিযোগ হয়েছে এবং মামলা টি প্রক্রিয়াধীন প্রস্তুতি চলছে।