নিজস্ব প্রতিবেদকঃ ভোলার গ্যাস ভোলায় চাই ও নিরবিচ্ছিন্ন বিদ্যুত চাই” এই দাবীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের উদ্যোগে আপামর জনতাকে নিয়ে আজকের মানববন্ধন অনুষ্ঠিত ও স্মারকলিপি প্রদান করা হয়।
গত ১৯/০৮/২০২৪ইং রোজ সোমবার সকাল ১১টায় ভোলা কে জাহান মার্কেটের সামনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ আবু জাফর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান এর সঞ্চালনায় “ভোলার গণ মানুষের প্রাণের দাবি ভোলার গ্যাস ভোলায় চাই ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ স্থাপনের দাবিতে” মানববন্ধন পরবর্তী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উক্ত মানববন্ধনে সভাপতির বক্তব্যে রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ছাত্রনেতা আবু জাফর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সংগ্রামী সেক্রেটারি, জননেতা মাওলানা তরিকুল ইসলাম তারেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন নাগরিক আন্দোলনের জেলা সভাপতি, মোবাশ্বিরুল্লাহ, জেলা ইসলামী আন্দোলনের জয়েন সেক্রেটারি, মুফতি আব্দুল মোমিন সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, ভোলা পৌর শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আক্তার হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা গোলাম মোর্শেদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ।
আরো উপস্থিত বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক এমএ হাবিবুল্লাহ বাহারী, ভোলা সদর থানা শাখার সভাপতি হোসাইন আহমেদ শাহীন সহ সহযোগী সংগঠনের জেলা, থানা ও ইউনিয়নের প্রমূখ নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিতে উল্লেখ করা হয়,দ্বীপ জেলা ভোলায় ১৯৯৩-৯৪ইং সালে সর্বপ্রথম গ্যাসক্ষেত্র আবিস্কার হয়। বর্তমানে ভোলায় তিনটি গ্যাসক্ষেত্র ও ৯টি কূপ রয়েছে। এগুলোর মধ্যে বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুরে ছয়টি, সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে দুইটি এবং ইলিশায় একটি। ভোলাতে শাহবাজপুর ভোলা নর্থ ও ইলিশা মিলিয়ে প্রায় ২ দশমিক ২৩ টিসিএফ গ্যাস মজুদ রয়েছে। যা থেকে প্রতিদিন উত্তোলন করা যেতে পারে ৩০০ মিলিয়ন ঘনফুট থেকে ৪০০ মিলিয়ন ঘনফুট। আন্তর্জাতিক বাজারে বিদ্যমান মূল্য বিবেচনায় ইলিশা-১ কুপে গ্যাসের অনুমানিক মূল্য প্রায় ২৬ হাজার ৭৫০ কোটি টাকা। সর্বোপরি গ্যাস একটি মূল্যবান জাতীয় খনিজ পদার্থ যা আল্লাহর অশেষ রহমতে আমাদের ভোলায় উৎপাদিত হয়। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য এই যে মহামূল্যবান সম্পদ গ্যাস ভোলায় বহু বছর যাবত আবিষ্কৃত ও রীতিমতো উৎপাদিত হলেও ২০ লক্ষ ভোলাবাসী জ্বালানি গ্যাস সুবিধা হতে বঞ্চিত হয়ে আসছে। ভোলার গ্যাস ভোলায় চাই এবং বিচ্ছিন্ন বিদ্যুৎ সংকট নিরসন করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা এটা ভোলার গণমানুষের প্রাণের দাবিতে রূপ নিয়েছে। তাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গণমানুষের প্রাণের দাবীকে আপনার মাধ্যমে সরকারের উচ্চ মহলে দৃষ্টি আকর্ষণ করছে।
অতএব:জনদুর্ভোগ এড়াতে প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এর জন্য কার্যকরী পদক্ষেপ নিয়ে জনগণের পাশে থাকার জন্য অনুরোধ করা গেল।
সবাই বক্তারা ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ না দেয়া হলে ভোলা থেকে কোন গ্যাসের গাড়ি ভোলার বাহিরে যেতে পারবে না এই মর্মে হুশিয়ারি দিয়েছেন।