সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনে শিক্ষাথর্ীদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মিলনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে উপজেলা সদরের মিলনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোবাশ্বের আলী, বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী আশরাফুল আলম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন উর রশিদ, মিলনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লুৎফুন্নেছা বেগম, রোকন-উদ-দ্দৌলা রাসেল, আহসানুল হক, মমতাজ মন্ডল প্রমুখ।
সমাবেশে শিক্ষাথর্ীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষার উপর মায়েদের সচেতনতা বৃদ্ধি, শিশুদের মানসিকভাবে শিক্ষার প্রতি মনোযোগ বাড়ানো, পরিস্কার পরিচ্ছন্নতা, শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।