ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইকো পাঠশালা এন্ড কলেজের শিক্ষার্থীদের ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শেষ হয়েছে। সম্প্রতি গত ২১ আগষ্ট বুধবার বিকেলে বৃক্ষরোপন করে এই কর্মসূচির সমাপনী ঘোষণা করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এবং ইকো পাঠশালা এন্ড কলেজের চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান এবং ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার। এ সময় ইকো পাঠশালা এন্ড কলেজের উপাধ্যক্ষ জহুরাতুন নেছা সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৭ দিনব্যাপী ইকো পাঠশালা এন্ড কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কলেজ ক্যাম্পাস সহ বিভিন্ন স্থানে ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার।