মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে সকল ধরনের পণ্য আমদানির সুযোগ পেল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। শুধুমাত্র গুঁড়া দুধ ব্যতীত সকল পণ্য আমদানির এই অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্তর্র্বতী সরকারের দেশ পরিচালনার দায়িত্বকালে এই বন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানির অনুমতি পাওয়ায় বেজায় খুশি আমদানিকারক ব্যবসায়ীরা। বন্দরের এই খুশির খবরে আজ বুধবার (৪ সেপ্টেম্বর) একটি আনন্দ র্যালি ও পথসভা করবে বন্দর সংশ্লিষ্টরা।
দেশের দ্বিতীয় বৃহত্তম সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর একটি অত্যন্ত সম্ভাবনাময়ী বন্দর হওয়া স্বত্বে সব ধরনের পণ্য আমদানির সুযোগ ছিল না এই বন্দর দিয়ে। ফলে অনেক ব্যবসায়ীরা ভোমরা বন্দর ব্যবহারে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। ভোমরা বন্দরের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সব ধরনের পণ্য আমদানির সুযোগ সৃষ্টির লক্ষ্যে দীর্ঘদন ধরে দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ি সংগঠনসহ বন্দর ব্যবহারকারি সংশ্লিষ্টরা। এজন্য বহুদিনের প্রতীক্ষিত প্রত্যাশায় বুক বেঁধে ছিল ব্যবসায়ীরা। অবশেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী দুঃশাসন অবসানের পর নুতন করে আলোর মুখ দেখল ভোমরা স্থলবন্দর। অর্ন্তরবর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শুধুমাত্র গুঁড়া দুধ ব্যতীত সকল পণ্য আমদানির সুযোগ সৃষ্টি করে একটি প্রজ্ঞাপন জারি করে এনবিআর।
বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোমরা বন্দরের আমদানি বাণিজ্য সম্প্রসারণ আর রাজস্ব প্রবৃদ্ধি গতিশীল করার লক্ষ্যে ২৭ আগস্ট অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এস.আর.ও. নম্বর ২৯৭-আইন /২০২৪/৮৯ কাস্টমস আইন ২০২৩ সনের ৫৭নং আইন এর ধারা ৮ এর উপধারা-১ এ প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করে।
এদিকে ভোমরা স্থলবন্দর দিয়ে সকল পণ্য আমদানির অনুমতির সুখবর এখন ব্যবসায়ীদের মুখে মুখে।