মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ দীর্ঘদিনের অপ-সাংবাদিকতা রোধে স্বচ্ছ ও জবাবদিহি মূলক প্রকৃত সাংবাদিকতা প্রতিষ্ঠায় নীলফামারীর ডোমারে সকল সাংবাদিকদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ঠা সেপ্টেম্বর) সকাল ১১টায় ডোমার উপজেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ জুলফিকার আলী ভুট্টোর আহ্বানে অনুষ্ঠিত হয় মতবিনিময় ও আলোচনা সভা। এসময় ডোমার রিপোর্টার্স ক্লাবের সভাপতি রতন কুমার রায়, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ সফিয়ার রহমান রতন, বাংলাদেশ প্রেস ক্লাবের উপজেলা সাধারণ সম্পাদক নুরকাদের সরকার ইমরান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াৎ আমিন সৈকত প্রমুখ সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দীর্ঘদিন যাবৎ অপ-সাংবাদিকতা রোধে স্বচ্ছ ও জবাবদিহি মূলক প্রকৃত সাংবাদিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সকল সাংবাদিক সংগঠনের সমন্বয়ে ডোমার প্রেসক্লাবের কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত ও আলোচনা করা হয়েছে।
সর্ম্পকিত খবর সমূহ.
December 11, 2024