বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধূরী, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বর্তমান দেবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আশারাফুল ইসলাম এমু, সহ আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে চাঁদাবাজি, হত্যাচেস্টা, মারপিটের অভিযোগে মামলা করা হয়েছে। গেল রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় আটজনের নামে এবং অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামী করে মামলা দায়ের করেন ধান চাল ব্যাবসায়ী জয়নুল হক। গত বছরের ২৮ ডিসেম্বর ব্যাবসায়ী জয়নুজল হক চাঁদা দিতে রাজি না হওয়ায় উপজেলার উপেন চৌকি ভাজিনি এলাকায় গোডাউন ভাংচুর মারপিট লুটপাট সহ হত্যা চেস্টা চালায় আওয়ামীলীগের নেতাকর্মীরা বলে অভিযোগ করেন তিনি। মামলার অন্য আসামীরা হচ্ছেন মো. শফিক, মো. ইউসুফ আলী (৩৫), মো. আব্দুল মজিদ (৪৫), নূরে কায়দে আজম (৩৫), সাদ্দাম হোসেন। তাদের বাড়ি দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় । মামলার এজাহার ও বাদীর সাথে কথা বলে জানা যায় গত ২৮ ডিসেম্বর জয়নুল হক তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসার কাজ করে আসছিল। ওইদিন বেলা তিনটার দিকে তার কাছে আবু বক্কর সিদ্দিক, গিয়াস উদ্দিন চৌধূরী এবং আশরাফুল ইসলাম এমুর নেতৃত্বে একদল ব্যাক্তি সন্ত্রাসী কায়দায় তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাকে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে মারধর শুরু করেন। লোহার রড সহ দেশীয় অস্ত্র দিয়ে জয়নুলকে জখম করে পরে জয়নুল উপায় না পেয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয় । এসময় তার ব্যবসা প্রতিষ্ঠান এবং আশ্রয় নেওয়া বাড়িতেও হামলা চালান তারা। পরে এলাকাবাসীরা জয়নুলকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মামলার বাদী জয়নুল জানান আসামীরা আমার সাথে আপোষ মিমাংসা করতে চেয়েছিল। পরে আপোষ প্রক্রিয়া ব্যার্থ হওয়ায় মামলা দায়ের করতে বিলম্ব হয় বলে জানান তিনি। দেবীগঞ্জ থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জানান এই ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মো. বদরুদ্দোজা প্রধান পঞ্চগড়, ০৬ সেপ্টেম্বর ২০২৪