![](https://alochitokantho.com.bd/wp-content/uploads/2024/09/457637915_1645751639538492_2252857957610840324_n.jpg)
![](https://alochitokantho.com.bd/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মো.মুশফিক হাওলাদার, বিশেষ প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ভোলার লালমোহনে বাজার মনিটরিং করলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। শনিবার সকালে লালমোহন পৌরশহরের বিভিন্ন মুদি মনোহারী, চালের আড়ত, হোটেল, গার্মেন্টসের দোকান ও মাছ বাজার পরিদর্শণ করেন । এসময় সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাওলাদার, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী আন্দোলন এর শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বাজার মনিটরিং শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, বিভিন্ন পণ্য-দ্রব্যাদি বিক্রিতে অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বাড়তি দাম না নেয়া ও ভেজাল পণ্য বিক্রিতে কঠোরভাবে নিষেধ করতে বাজার মনিটরিং করা হয়। এইসব নির্দেশনা কেউ অমান্য করলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।