গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে চাঁচকৈড় শাহীদা কশেম পৌর বালিকা বিদ্যালয় থেকে ২০ জন ছাত্রীর বাল্যবিবাহের ঘটনায় প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে ওই বিদ্যালয় ক্যাম্পাসে প্রধান শিক্ষক নেগার সুলতানার সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার। বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিশদ আলোচনা করে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার ও মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভীন। অন্যদের মধ্যে অভিভাবক মো. ইসমাইল হোসেন, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ, প্রধান শিক্ষক আমিনুর রহিম টপি, শিক্ষক আব্দুল হাকিম, তাপস কুমার দাম ও শিক্ষার্থী মারিয়া মাহী এবং মোছা. ফারিহা বক্তব্য রাখেন। উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে নয়। মেয়েরা বুঝা নয়, সম্পদ। সমাবেশে উপস্থিত সবাই বাল্যবিবাহকে না বলেন। সমাবেশ শেষে বাল্যবিবাহ প্রতিরোধে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করেন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও এলাকার নানাপেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত দুই মাসে বিভিন্ন কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ওই বিদ্যালয়ের ২০ জন ছাত্রীর বাল্যবিবাহের ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।