আতাউর রহমান তুহিন , কয়রা খুলনা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদী ইউনিয়ন শাখার উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ইং ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় আমাদী বাজার চত্তরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতি (যুব বিভাগ) বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদী ইউনিয়ন মোঃ মেহেদী হাসান রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা আবুল কালাম আজাদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা মাওলানা মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কয়রা উপজেলা মাওলানা শেখ সাইফুল্লাহ। আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাগালী ইউনিয়ন মাওলানা রফিকুল ইসলাম। আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমাদী ইউনিয়ন মাওলানা সাজ্জাদুল ইসলাম। সভাপতি, যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কয়রা উপজেলা হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম। সেক্রেটারী, যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কয়রা উপজেলা জি এম মোনায়েম সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদ বলেন ছাত্র জনতার গনঅভ্যুথানের মাধ্যমে জালিমের জুলুম থেকে মহান রব আমাদের উদ্ধার করেছেন। আমরা স্বৈরাচারীর মতো কোন আচরন করবোনা। আমরা ক্ষমা ও সবরের মাধ্যমে ইসলামী আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।