রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধি রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারে বিএনপির দু’গ্রুপের মধ্যে দুদিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে,তবে পুলিশ ও র্যাব দ্রুত ঘটনাস্থলে এসে পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, পুলিশ দুই পক্ষের সঙ্গে কথা বলে তাদের শান্ত থাকার আহ্বান জানায়। প্রথম দিন শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে, তাতে আহত হন ৩ জন,পরে ওই ঘটনার রেশ ধরে শনিবার ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় বাধে রক্তক্ষয়ী সংঘর্ষ,এদিন আহত হন একজন। এসময় উভয় পক্ষের চারজন আহত হয়েছেন,প্রথম দিনে আহতরা হলেন উপজেলার ধোপাপাড়া এলাকার কারিকর পাড়া গ্রামের নইমুদ্দিনের ছেলে মঞ্জুরুল ইসলাম (মঞ্জু) (৪০)বিলমাড়িয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে সাবেক মেম্বার শামীম হোসেন (৩৩) আহত অপরজন হলেন পূর্ব ধোপাপাড়া গ্রামের অবহেলা ছেলে তুষার (২৪)২য়দিনে গুরুতর আহত হয় ধোপাপাড়া বাজারের চা দোকানী তাছেরের ছেলে সুজন। আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে,এদের মধ্যে মঞ্জুরুল ইসলাম (মঞ্জু) ও সুজন এর অবস্থা আশঙ্কা জনক হলে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষের পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে,ধোপাপাড়া বাজারে র্যাব ও পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, আমরা দুই পক্ষকে নিয়ে বসে ছিলাম, স্থানীয়রা তারা নিজেরা নিজেদের মধ্যে মীমাংসা করে নিতে চেয়েছে। এরপরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না, একপক্ষ মামলা করেছে, সাবেক মেম্বার শামীম ও তুষার নামের দু’জনকে গ্রেফতার হয়েছে,অপর পক্ষ চাইলে মামলাক রতে পারে।
সর্ম্পকিত খবর সমূহ.
December 11, 2024