সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুষ্টি গ্রামের কৃষক/কৃষাণিদের অংশগ্রহণে কৃষি উন্নয়নের মাধ্যমে কৃষি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের পুষ্টি বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনিং/পুষ্টি মেলা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) রংপুর পীরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে উপজেলার কাশিপুর ইউনিয়নে পুষ্টি গ্রামে পুষ্টি বিষয়ক সচেতনামূলক ক্যাম্পিইনিং ৩ দিন ব্যাপী পুষ্টি মেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় বৈজ্ঞানিক প্রধান ড.আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা নূরুন নবী,উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপ-সহকারী কর্মকর্তা সজল,প্রেসক্লাব পুরাতনের যুগ্ম আহবায়ক মাহাবুব আলম, সদস্য খালিদ মাহমুদ সুজন,পীরগঞ্জ রংপুর বারটান এফ এ রিজওয়ান বিন সাখাওয়াত প্রমুখ।