বার্তা প্রেরক মোঃ আঃ রহমান, ভোলা জেলা প্রতিনিধি:
ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র – জনতার আন্দোলনে শহীদ ৪৬ পরিবারকে বাংলাদেশ জামায়েতে ইসলামীর সহায়তা প্রদান । ফেরাউন, নমরুদ ,হিটলার মুসোলিনের চেয়েও ভয়ঙ্কর ছিল হাসিনা -মোয়াজ্জেম হোসেন হেলাল । বৈষম্য বিরোধী ছাত্র – জনতার আন্দোলনে ভোলার শহীদ ৪৬ পরিবারকে ২ লক্ষ টাকা করে সহায়তা প্রধান করেছে বাংলাদেশ জামায়েতে ইসলামী । গতকাল ২১ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় ভোলা জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ পরিবারের হাতে নগদ টাকা তুলে দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল। জামায়াত ইসলামী ভোলা জেলা শাখার আমীর মাস্টার মোঃ জাকির হোসাইন এর সভাপতিত্বের অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারে সহায়তা প্রধান ও মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা আমীর মাওলানা মোঃ কামাল হোসেন, চরফ্যাশন উপজেলা জামেয়াতের আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম , কেন্দ্রীয় মজলিস উস সূরা সদস্য জেলা জামায়াতের সেক্রেটারি কাজী হারুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ভোলার শহীদ ৪৬ জনের প্রতি পরিবারের প্রতিনিধিদের হাতে নগদ দুই লক্ষ টাকা করে মোট ৯২ লক্ষ টাকা তুলে দেয়া হয়। এর মধ্যে ২১ পরিবারকে পুর্বে এক লক্ষ টাকা করে প্রদান করা হয়েছিলো। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেন বাংলাদেশ জামায়েত ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না, প্রতিহিংসার বদলে মানুষের কাছে যেতে চায় , মানুষকে ভালবাসতে হবে। বৈষম্য বিরোধী সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আগে নিজের হৃদয়কে বৈষম্যহীন করতে হবে। তিনি বলেন বিগত ফ্যাসিষ্ট সরকার জেলের মধ্যে সেল সেই সেলের মধ্যে আয়না ঘর বানিয়ে মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে ,খুন করেছে। ফেরাউন ,নমরুদ হিটলারের চেয়েও ভয়ংকর ছিল হাসিনা। এসময় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, জেলা জামাতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা জাকির হোসাইন, ভোলা পৌর জামাতের সেক্রেটারি মোঃ রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আমির ও সেক্রেটারীগণ , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জেলা সেক্রেটারি এবং শহর ও সদর সভাপতি ও সেক্রেটারি সহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দগান, এছাড়াও উপস্থিত ছিলেন পেশাজীবী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ গান সাংবাদিক, শিক্ষক বিভিন্ন পেশাজীবী ও গণমাধ্যম কর্মীগণ।