বিলালুর রহমান সিলেট প্রতিনিধি : গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২৬) সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন দৈনিক সিলেটের ডাক ও দৈনিক নয়া দিগন্তের গোয়াইনঘাট প্রতিনিধি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক পদে (দোয়াত কলম) প্রতীক নিয়ে ১৫ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের কাগজ ও দৈনিক কাজির বাজার পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি মো: করিম মাহমুদ লিমন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: আবুল হোসেন (ল্যাপটপ) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১৩টি, দূর্গেশ সরকার বাপ্পি (ক্যামেরা) প্রতীকে ১ ভোট পান। শনিবার ২১ সেপ্টেম্বর-২০২৪ খ্রি: সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ীরা আগামী ২ বছর গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন। সিনিয়র সহ-সভাপতি পদে মো: জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হারুন আহমদ, কোষাধ্যক্ষ পদে আজিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৫ জন। তার মধ্যে ২৯ জন সদস্য তাদের ভোটারধিকার প্রয়োগ করেন। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম, প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওসার। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সদ্য বিদায়ী গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন ও আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক আমির উদ্দিন। দ্বি-বার্ষিক নিবার্চনের সার্বিক ত্বাত্তাবধায়ন ও ফলাফল ঘোষনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের আহবায়ক মিনহাজ উদ্দিন। নির্বাচন চলাকালে প্রেসক্লাব পরির্দশন করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র সভাপতি মাহবুবুর রহমান ও সেক্রেটারী জসিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলার সাবেক আমীর মাষ্টার মনজুর আহমদ, বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমেদ,গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাবেক সেক্রেটারী দেলোয়ার হোসেন, সিলেট অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, বিএনপি নেতা আব্দুল হক, জয়নাল আবেদীন, রুহুল আমিন, আজাদুর রহমান, সাইদুজ্জামন সাহিদ,জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা গিয়াস উদ্দিন আহমদে রুবেল। সভায় বক্তারা বলেন, পিছিয়েপড়া সীমান্ত জনপদ গোয়াইনঘাট উপজেলার মাটি ও মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণ এবং সাংবাদিকতায় মেধার উন্নয়ন ও বিকাশে গোয়াইনঘাট প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সততা, ন্যায়-নিষ্টার সাথে দায়িত্ব পালনে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবেন। একটি আলোকিত গোয়াইনঘাট বিনির্মানে ঐক্যবদ্ধ ভাবে সকল সাংবাদিক নেতৃবৃন্দ আরও এগিয়ে আসবেন।
সর্ম্পকিত খবর সমূহ.
December 11, 2024