মাসুম বিল্লাহ, বগুড়াঃ বগুড়া-নাটোর মহাসড়কের শৃঙ্খলাতে ফেরাতে কাজ করছে নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ। (রবিবার ২২ সেপ্টেম্বর) সাড়াদিন কুন্দারহাট এলাকায় চেক পোস্ট বসিয়ে বগুড়া-নাটোর মহাসড়কের হাইওয়ে রাস্তায় চলাচলরত ফিটনেস বিহীন লেগুনা গাড়ি আটক করে মামলা দিতে দেখা গেছে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশকে। জানা যায় লাইসেন্স বিহীন, অপ্রাপ্ত বয়স্ক ড্রাইভার, কাগজপত্র বিহীন লেগুনা গাড়ি, হেলমেট বিহীন চালক চলাচলে তৈরি হতে পারে যানযট সহ দুর্ঘটনা, এজন্যই মহাসড়কের শৃঙ্খলা ও দুর্ঘটনায় এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ। এসময় কাগজ পত্র, এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় প্রায় দশটি ফিটনেস বিহীন চালককে মামলা দেয় হাইওয়ে থানা পুলিশ। এবিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি আব্বাস আলীর সাথে কথা বললে তিনি জানান, মহাসড়কে সড়ক দুর্ঘটনা এড়াতে আমরা কাজ করে যাচ্ছি। এজন্যই আমরা অবৈধ ভাবে চলাচলরত ফিটনেস বিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন ড্রাইভারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি।